রায়পুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ১৬:৫৯

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের খাঁগো বাড়ির রাস্তার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে ওসি তোতা মিয়া সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিন ডাকাতকে আসামি করে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাহার, একই গ্রামের মাসুদ ও বামনী ইউনিয়নের সাইচা গ্রামের রুবেল।

পুলিশ জানায়, একটি পরিত্যক্ত ঘরে ১০-১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদে অভিযান চালিয়ে তিনজনকে ১০টি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বাহারের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। সে দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া বলেন, ‘গ্রেপ্তার তিন ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :