বান্দরবানে জমি দখলের অভিযোগে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ১৭:১৬

বান্দরবানে ধর্মীয়গুরু এক বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে মিশনের জমি দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ও জমি ফেরতের দাবিতে বুধবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন খ্রিস্টীয়ধর্ম ভক্তরা। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী বড়ুয়া সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে ভক্তরা অভিযোগ করেন, ২০ বছর আগে রোয়াংছড়ি উপজেলার ক্যাথলিক মিশনের নামে সাত একরের জায়গা কেনা হয়। পরে স্বর্ণমন্দির প্রতিষ্ঠাতা ও রাজগুরু বিহারাধাক্ষ্য উপঞঞা জোত মহাথ প্রকাশ উচহ্লা ভান্তে তা বৌদ্ধ মন্দির নামে দখল করে নেয়। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও জমি আর ফেরত পায়নি।

বক্তারা বলেন, ‘মিশনের নামে কেনা জমিগুলো ফেরত না পেলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।’ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ক্যাথলিক চার্চের ফাদার জেরোম রোজারিও, পৌর কাউন্সিলর দীলিপ বড়ুয়া ও মৌজা হেডম্যান নুমংপ্রু মারমা।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :