লোকজ শিল্পীরা বিপ্লবী ছিলেন: ড. অমিত দে

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ১৯:৫০

লোকজ শিল্পীরা জনগণের উপযোগী করে কিছু করার চেষ্টা করতেন যা সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে সহায়তা করে। এটাই লোকজ সংস্কৃতি। তাই লোকজ শিল্পীরা বিপ্লবী ছিলেন।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে লোকজ শিল্প নিয়ে এক গণ বক্তৃতায় এসব কথা বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. অমিত দে।

“বাঙালি লোকসাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব: উনবিংশ, বিংশ শতাব্দী” শিরোনামে এর আয়োজন করে জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ড. অমেত দে বলেন, কুরআন ও হাদীসের কারণে কোন মানুষ লোকজ সংস্কৃতি থেকে দূরে সরে যায়নি। বরং সুফি সাধকদের কারণেই কুরআন-হাদীস জনপ্রিয়তা পেয়েছে। ভারতবর্ষের মহিলারা জ্ঞান অর্জনের চেয়ে গহনা বেশি পছন্দ করেন বলেও মন্তব্য করেন এ অধ্যাপক।

কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/আইএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :