মেহেরপুরে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশ | ৩১ জুলাই ২০১৯, ১৯:৫১

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মেহেরপুরের গাংনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূ। মঙ্গলবার একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষার মাধ্যমে শরীরে ডেঙ্গু শনাক্ত হওয়ায় বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মেহেরপুরে আগে কোন রোগী ডেঙ্গু শনাক্ত হয়নি। মঙ্গলবার গাংনী গালর্স স্কুলপাড়ার বাসিন্দা গৃহবধূ আম্বিয়া খাতুনের জ্বর হলে প্রথমে তার স্বজনরা একটি বেসরকারি ক্লিনিকে রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার শরীরে ডেঙ্গু পজেটিভ রয়েছে। তারা দেরি না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত তিনজন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)