নিম্নমানের কাজের অভিযোগ

সিংড়া বাসস্ট্যান্ড অবরোধ, বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২০:৩২ | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ২০:১৩

নাটোর-বগুড়া মহাসড়কে নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে মোটর মালিক-শ্রমিকরা। বুধবার দুপুরে তারা নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশ করে। এসময় মহাসড়কের দুই পাশে যানবাহনের ভিড় করতে বাড়তে থাকে।

পরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এসময় বক্তব্য রাখেন নাটোর জেলা মোটর মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাসান ইমাম, শ্রমিক নেতা আব্দুস সাত্তার প্রমুখ।

নাটোর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই মহাসড়কের কাজ চলছে। কিন্তু কাজের মেয়াদ শেষ হলেও ঠিকাদার কাজ শেষ করতে পারেনি। কাজ শেষ না হওয়ার কারণে যানবাহন চালাতে আমাদের বেগ পেতে হচ্ছে। মাঝেমধ্যেই যানবাহন রাস্তার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া ঠিকাদার নিম্নমানের কাজ করলেও কেউ দেখার নেই। সঠিকভাবে কাজ শেষ না করলে আমরা রাস্তার কাজ বন্ধ করে দিব।’

সূত্রে জানা গেছে, নাটোর-বগুড়া মহাসড়ক সংস্কারের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গত জুন মাসে মহাসড়কটির সংস্কার কাজ শেষ করার কথা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম কন্সট্রাকশনের। কিন্তু শেষ করতে পারেনি। যার কারণে এই মহাসড়কে চালচলকারীদের দুর্ভোগ বেড়েই চলছে।’

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী এএইচএম জাবেদ হোসেন তালুকদার বলেন, ‘আমি ঢাকায় ছুটিতে রয়েছি। তবে কাজ এখন বন্ধ রয়েছে। নিম্নমানের কাজ হচ্ছে কিনা বিষয়টা জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন।’

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :