চুয়াডাঙ্গায় হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ২১:৪৩

চুয়াডাঙ্গার জীবননগরের আবুল কালাম হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের আব্বাস আলী ও সদর উপজেলার দিগড়ী গ্রামের আলী আহম্মেদ।

বুধবার বিকালে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৫ মার্চ রাতে জীবননগর উপজেলার পাকা গ্রামের আবুল কালামকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তার স্ত্রী আনোয়ারা খাতুনও গুরুতর আহত হয়। ঘটনার পরদিন নিহতের ভাই জাকির হোসেন অজ্ঞাত আসামিদের নামে জীবননগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন তদন্তকালে এ হত্যায় জড়িত দুই ঘাতক আলী আহম্মেদ ও আব্বাস আলীকে ওই বছরের ১৯ মে গ্রেপ্তার করেন। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আলোচিত এ মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ অক্টোবর পুলিশ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালত এ মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত আব্বাস আলী ও আলী আহম্মেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।

এদিকে, স্বর্ণ পাচারের মামলায় আলামিন সরকার নামে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইবুনাল-১ বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :