ডেঙ্গু চিকিৎসায় স্বল্পমূল্য রাখার আহ্বান ফরিদপুর ডিসির

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ২২:০৬

ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সাথে স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের এক সভায় ডেঙ্গু রোগীদের স্বল্পমূল্যে রোগ শনাক্ত, পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তার আহ্বানে সাড়া দেয়ার ঘোষণা দেন।

বুধবার সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭২ জন ভর্তি হয়েছিলেন। বর্তমানে ওই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া, ফরিদপুর জেনারেল হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়েছেন। বর্তমানে ওই হাসপাতালে একজন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার থেকে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যন্ত ৭২ রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। আর ফরিদপুর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, ডেঙ্গু রোগীদের পরীক্ষা করার জন্য ঢাকা থেকে রিএজেন্ট এসেছে। বুধবার তারা প্রথম দিনে ২০ জনের রক্ত পরীক্ষা করেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, সদর হাসপাতালে ডেঙ্গুর জীবাণু শনাক্তের পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হবে। ইতোমধ্যে তাদের হাতে ডেঙ্গু শনাক্তকরণ রিএজেন্ট এসে পৌঁছেছে।

ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা হয়েছে। ফরিদপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিক, সন্ধানী ডোনার ক্লাবসহ সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক অতুল সরকার নিজ নিজ সামর্থ অনুযায়ী বেসরকারি হাসপাতালের মালিকদের ডেঙ্গুতে আক্রান্ত দুঃস্থ মানুষদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেয়ার অনুরোধ জানান।

স্বল্প খরচে ডেঙ্গু চিকিৎসা বিষয়ে ফরিদপুরের আরোগ্য সদন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন বলেন, জেলা প্রশাসকের মানবিক আহ্বানে সাড়া দিয়ে আমরা যার যার অবস্থানে থেকে দুস্থ রোগীদের ছাড়মূল্যে কিংবা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেব।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :