চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ২২:৪০

কোরবানির ঈদকে সামনে রেখে চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মারুফুল আলম পুলিশ প্রশাসন নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি সদর বাজারে মিষ্টি, ফাস্টফুড ও ফুটপাতের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন এবং ফুটপাতে অবৈধভাবে বসা দোকান আগামী সপ্তাহের মধ্যে তুলে নেয়ার নির্দেশ দেন।

অভিযানকালে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিতলমারী বাজারে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণের জন্য এক হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপর দিকে প্রদীপ ফাস্টফুডে উন্মুক্ত পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরির জন্য একই পরিমাণ টাকা জরিমানা আদায় করেন।

অভিযান শেষে নির্বাহী হাকিম মারুফুল আলম জানান, খাবারের গুণগত মান ও বাজারে শৃঙ্খলা রক্ষার্থে এরকম অভিযান প্রতি হাটবার নিয়মিতভাবে পরিচালিত হবে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :