মাথাবিহীন কলাগাছে মোচা!

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ২২:৪৬

কলাগাছ নেই এমন এলাকা পাওয়া খুবই দুস্কর। গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় কলাগাছ দেখা যায়। মাঝে মাঝে কলাগাছের ছবি ক্যামেরাবন্দি করা হলেও তাতে আশ্চর্য কিছু থাকে না। কিন্তু হুমড়ি খেয়ে কলাগাছের ছবি তোলার ঢল, এমন বিষয়টি কল্পনা করা যায়? হ্যাঁ, তেমনটাই ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ।

কৃষক আবুল হোসেনের রোপন করা মাথা কেটে দেয়া একটি কলা গাছের কাণ্ডে অর্ধশতাধিক থোর অর্থাৎ মোচা দেখা দিয়েছে। তার এই বিস্ময়কর থোর দেখতেই আসছেন শত শত উৎসুক জনতা। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউ বাদ যাচ্ছেন না আশ্চর্য এই থোরটি দেখতে। আর মোবাইল ব্যবহারকারীরা তুলে নিচ্ছেন থোরটির ছবি। কেউ বা দূর থেকে ক্যামেরা জুম করে ঠাহর করার চেষ্টা করছেন সৃষ্টিকর্তার এই অদ্ভুত সৃষ্টি।

গাছটি দেখতে আসা লোকজন জানান, ‘এক কলাগাছ আমরা জীবনেও দেখিনি। আমাদের কাছে এটি বিস্ময়কর মনে হচ্ছে। গাছটি দেখতে শত শত মানুষ ভিড় করছে। মনে হচ্ছে গাছটি স্টার হয়ে গেছে।’

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :