চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৯, ১৪:৫৫

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই দুই-একজন করে ভর্তি হচ্ছেন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাপাতালে ভর্তি হয়েছেন আরো ছয়জন।

এ নিয়ে হাসপাতালে গত ২৩ জুলাই থেকে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন চারজন। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় কোন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

ভর্তি রোগীরা সবাই ঢাকা থেকে আসা বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে, ‘রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ্বরের জীবাণু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন এসব রোগী। আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খোলা হয়েছে ডেঙ্গু কর্নার।

হাসপাতালের চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. তৌফিক উদ্দিন জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে যেসব ডেঙ্গু রোগী ভর্তি আছেন, তারা সবাই শঙ্কামুক্ত।’

(ঢাকাটাইমস/১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :