জয়পুরহাটে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৯, ১৫:৪১

ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হয়ে চারজন চিকিৎসা নিচ্ছেন। যাদের সবাই ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

আক্রান্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সুভন চন্দ্র, হানাইল গ্রামের কিবরিয়া, শহরের সবুজ নগর এলাকার রুহুল আমিন এবং ক্ষেতলাল উপজেলার ইটাখোলা গ্রামের শিমুল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলার চারজন ডেঙ্গু রোগী শনাক্ত করার পর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলেও ডেঙ্গু রোগ শনাক্ত করার কোন পরীক্ষা হাসপাতালে করা হচ্ছে না। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করে ডেঙ্গু রোগ সম্পর্কে নিশ্চিত হতে হচ্ছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল হোসেন জানান, বৃহস্পতিবার তাদের হাতে ৮০ জন রোগীর পরীক্ষা কিট পৌঁছার কারণে ভর্তি হওয়া রোগীদের হাসপাতালে পরীক্ষা করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :