গাজীপুরে স্কুলছাত্র হত্যার প্রতিবাদ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৯, ১৮:০৬

অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গাজীপুরের টঙ্গীতে ৮ম শ্রেণির ছাত্র মুন্না হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে। এসময় তারা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে মুন্না হত্যাকারীদের বিচার দাবি করে। বৃহস্পতিবার সকালে গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসব কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে মুন্নার বাবা মিজানুর রহমান তার ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, মুন্না নিহতের পর পুলিশ এই মামলার কোন ক্লু বের করতে পারেনি। আমার নিরপরাধ ছেলেকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা হত্যা করেছে। আমি ছেলের খুনির বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। একই দাবিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনরাও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।

এর আগে শিক্ষার্থী, শিক্ষক এবং বিপুলসংখ্যক এলাকাবাসি খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। গত ২৪ জুলাই টঙ্গীর গাজীপুরায় নিজ ঘরে নির্মমভাবে খুন করা হয় রাজধানী উত্তরার শাহীন একাডেমির ছাত্র তউসিফুল ইসলাম মুন্নাকে।

(ঢাকাটাইমস/১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :