সবুজ শ্যামল চলনবিল গড়তে চাই: পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৯, ২২:৫৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সরকার চলনবিলের কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এর আগে এই কোর্ট মাঠে একদিনে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। আমারা সবুজ শ্যামল চলনবিল গড়তে চাই। আমরা নিজের সন্তানকে যেভাবে লালন পালন করি, ঠিক একইভাবে এই বৃক্ষের চারাগুলোকে লালন-পালন করব। কারণ যদি বৃক্ষ না থাকে, এই সিংড়া তথা পৃথিবীতে তাহলে একজন মানুষকে এক সেকেন্ড বেঁচে থাকার কোন সুযোগ নেই।’

বৃহস্পতিবার সকাল ১০টায় সিংড়া কোর্ট মাঠে পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় আগত ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ হাজার বনজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘গাছ আমাদের বন্ধু, সম্পদ। তাই প্রত্যেককে একটি করে ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগাতে হবে।’

মেলায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা বন কর্মকর্তা মাহবুব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার প্রমুখ।

(ঢাকাটাইমস/১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :