নেত্রকোণায় ২৪ ঘণ্টায় আটজন ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশ | ০১ আগস্ট ২০১৯, ২২:৫৮

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণায় ২৪ ঘণ্টায় আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ এই আটজন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন তাজুল ইসলাম।

সিভিল সার্জন জানান, জেলার বাইরে থেকে ডেঙ্গু জীবাণুতে আক্রান্ত এই আটজনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ডেঙ্গু পরীক্ষার রিএজেন্ট প্রয়োজনের তুলনায় কম রয়েছে। উপসর্গ দেখে যাদের ধারণা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন, তাদেরকেই শুধু পরীক্ষা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১আগস্ট/এলএ)