ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

প্রকাশ | ০২ আগস্ট ২০১৯, ০৮:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ শুক্রবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া সাতটায় এই বৈঠক হবে।

বৈঠকে ১৪৪০ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ ও ৯৫৫৯৪৯৩। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

এদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যে গতকাল জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১১ আগস্ট সৌদিসহ ওইসব দেশে ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে।

সাধারণত সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ পালিত হয়। তাই আজ বাংলাদেশে চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ চাঁদ দেখা গেলে ১২ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে ১৩ আগস্ট ঈদ উদযাপিত হবে।

ঢাকাটাইমস/২আগস্ট/এমআর