নন্দীগ্রামে প্রতিপক্ষের হামলায় দুই যুবক গুলিবিদ্ধ

প্রকাশ | ০২ আগস্ট ২০১৯, ২২:৫৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন চেচুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- পুটু মিয়া ও জামাল হোসেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় চেচুয়াপাড়া গ্রামের রাস্তায় অপরিচিত চার যুবক মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। এ সময় গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন তাদের চ্যালেঞ্জ করলে তারা এলোপাথারিভাবে গুলি বর্ষণ করে। এতে জামাল ও পুটু গুলিবিদ্ধ হয়।

এরপর ওই চার যুবক পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে আব্দুস সালামকে মোটরসাইকেলসহ আটক করে। পরে উত্তেজিত জনতা সালামকে গণপিটুনি দিয়ে তার মোটরসাইকেলে আগুন দেয়। পরে পুলিশ এসে সালামকে তাদের হেফাজতে নেয়। এরপর তার দেহ তল্লাশি করে পকেট থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/২আগস্ট/এলএ)