টেকনাফে গুলিতে তিন ‘ডাকাত’সহ নিহত ৪

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৯:১০ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ০৮:২৭

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আলাদা দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসব বন্দুকযুদ্ধের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি বন্দুকযুদ্ধের ঘটনায় তিন ‘ডাকাত’ নিহত হয়েছেন। অন্য একটি বন্দুকযুদ্ধ হয়েছে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে। সেখানে মারা গেছেন একজন। বন্দুকযুদ্ধের পর সাতটি অস্ত্র, পাঁচটি কিরিচ ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার নুরুল্লার ঘোনা নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতরা হলেন- রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের সহযোগী জুনায়েদ ডাকাত, আয়ুব ডাকাত এবং মেহেদী ডাকাত। এছাড়া নিহত মাদক কারবারির নাম ইমরান মোল্লা। তিনি মাদারীপুরের কালকিনি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে ভোরে অভিযান চালাতে যায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীকে দেখামাত্র ডাকাতরা গুলি করতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ তিন ডাকাতের লাশ উদ্ধার করা হয়।

এছাড়া উপজেলার দরগাপাড়া নামক স্থানে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছেন ইমরান মোল্লা নামে একজন। তিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকাটাইমস/৩আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :