ভবিষ্যতে ভারতের কোচ হতে চান সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ১২:১১

বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে হারের পরে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে দাবি উঠেছিল সৌরভ গাঙ্গুলীকে কোচিংয়ের দায়িত্ব দেওয়ার। শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে সৌরভ জানিয়ে দিলেন, ভারতীয় দলের কোচ অবশ্যই তিনি হতে চান। কিন্তু এখনই নয়। কারণ, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট হিসেবে এখনও এক বছর মেয়াদ বাকি। সেই সঙ্গে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের উপদেষ্টা। তাই এখনই কোচের পদে আবেদন করবেন না সাবেক ভারতীয় অধিনায়ক।

এ দিন সৌরভ বলেন, ‘ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে আমি অবশ্যই আগ্রহী। কিন্তু এখনই নয়। আপাতত অনেক কিছুর সঙ্গে আমি যুক্ত। আইপিএল, সিএবি, টিভি ধারাভাষ্য থেকে রিয়ালিটি শো। এগুলো আগে মিটিয়ে নিই। পরে না হয় কোচের পদে আবেদন করা যাবে।’

ভারতীয় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন সৌরভ। তাঁদের প্যানেলই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে। এবারের কোচ বাছাই প্রকল্পে সৌরভ নেই। কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীদের দায়িত্ব আগামী কোচ বেছে নেওয়ার। যেখানে ইতোমধ্যে আবেদন করেছেন শাস্ত্রী। ভারত অধিনায়ক কোহলিও জানিয়েছেন, শাস্ত্রীর সঙ্গে তাঁদের বোঝাপড়া খুব ভাল।

কপিল দেব নিজেও বলেছিলেন, ‘কোচ হিসেবে বিরাট কাকে চায়, তা জানানোর সম্পূর্ণ অধিকার অধিনায়কের রয়েছে।’ সৌরভ মনে করেন, কোচের পদে যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে বড় নাম নেই। বলছিলেন, ‘শুনছিলাম মাহেলা জয়বর্ধনে আবেদন করবে, কিন্তু শেষ পর্যন্ত তো করল না। কোচের পদে যাঁরা আবেদন করেছেন, সেখানে খুব একটা বড় নাম খুঁজে পেলাম না।’

যদিও শাস্ত্রীর মেয়াদ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সৌরভ। বলেছেন, ‘এই প্রসঙ্গে মন্তব্য করা উচিত নয়। প্যানেলে যাঁরা আছেন, তাঁরাই সেরা বেছে নেবেন।’

(ঢাকাটাইমস/৩ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

এই বিভাগের সব খবর

শিরোনাম :