জাতীয় সংগীত বিতর্ক: নোবেলকে চাবকাতে চান ইমন

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৬:০১ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ১৫:৫৯

‘রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের আবেগ। বাংলাদেশের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই সোনার বাংলার যোগ অনেক বেশি। এমনকী জেমসের ‘বাংলাদেশ’ গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল।’

সম্প্রতি একটি লাইভ সাক্ষাৎকারে এসে এমন মন্তব্য করায় ‘সা রে গা মা পা’ তারকা ও গোপালগঞ্জের ছেলে মাইনুল আহসান নোবেলের ওপর ক্ষেপেছেন কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। নোবেলের সাক্ষাৎকারের একটি অংশ ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘সরি টু সে, ইনাকে সামনে পেলে চাবকাতাম।’ নোবেলের একজন শুভান্যুধায়ী ও সিনিয়র হিসেবে তিনি এই মন্তব্য করেছেন বলে জানান ইমন।

পরে এ বিষয়ে প্রশ্ন করলে ইমন গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনও ভুল করলে বড়রা শুধরে দেন, শাসন করেন। নোবেল আমার ছোট ভাইয়ের মতো। সদ্য ক্যারিয়ার শুরু করেছে। তাই শুরুতেই এরকম বিরূপ মন্তব্য করা ওর উচিত হয়নি। দিদি হিসেবে, শিল্পী হিসেবে এবং সর্বোপরি একজন বাঙালি হিসেবে আমি একথা বলেছি। নোবেল নিজেকে দ্রুত শুধরে নিতে পারলে ওর জন্যই ভালো।’

ইমন আরও বলেন, ‘আমিও জেমসের একজন অন্ধ ভক্ত। কোনো ভাবেই জেমসের গান খারাপ বলিনি। কিন্তু জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটিকে জাতীয় সংগীত বানানোর কথা তুলে নোবেল শুধু বাংলাদেশকে অপমান করেছে বা জাতীয় সংগীতের অবমাননা করেছে এমন নয়। সে বাঙালির সাংস্কৃতিক আত্ম্যাভিমানে আঘাত করেছেন। একজন শিল্পী হিসেবে আমি এর প্রতিবাদ করেছি।’

তবে এই প্রথম নয়। নোবেলের সঙ্গে বিতর্ক সমার্থক হয়ে গেছে। পর্দার বাইরে তার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ঘনিষ্ঠদের মতে, নোবেল মানুষ ভালো। তবে তার আচরণগত সমস্যার কারণেই বিতর্ক দানা বাঁধে। এর আগে ‘সা রে গা মা পা’-এর অনুষ্ঠানে প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা বেশ কয়েকটি গান গাইলেও কোনোটাতেই তার নাম উল্লেখ করেননি। এ নিয়েও বিতর্কে জড়ান নোবেল।

ঢাকাটাইমস/০৩ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :