আত্রাইয়ে মাদক বিক্রি-সেবনে চারজনের দণ্ড

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ১৬:০৮

নওগাঁর আত্রাইয়ে মাদক বিক্রয় ও সেবনের দায়ে চারজনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম ছানাউল ইসলাম এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের প্রিন্স প্রামানিক, সাহেবগঞ্জ গ্রামের কালিচরন, শিবপুর গ্রামের মতিন মোল্লা, সাহেবগঞ্জ গ্রামের মাসুদ রানা।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদে ওই চারজনকে আটক করে পুলিশ। এ সময় কাছে থাকা গাঁজা ও হেরোইন জব্দ করা হয়।

পরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম ছানাউল ইসলাম প্রিন্স প্রামানিক ও কালিচরনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মতিন মোল্লা ও মাসুদ রানাকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড মেয়াদে দেন। পরে শনিবার সকালে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :