আল্লাহ প্রধানমন্ত্রীকে সুস্থ করুন, গয়েশ্বরের ‘দোয়া’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ১৮:৩৮

লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জটিল রোগে ভুগছেন এমনটা দাবি করে তার সুস্থতা কামনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, বিএনপি কারও অমঙ্গল চায় না। এজন্য তিনিও কামনা করছেন প্রধানমন্ত্রী পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরে আসুক।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন গয়েশ্বর। জাতীয় মানবাধিকার আন্দোলন নামে একটি সংগঠন ‘মানবাধিকার ও আইনের শাসনের চরম অবনতি: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে অতিথি হিসেবে যোগ দেন বিএনপি নেতা।

প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে গয়েশ্বর বলেন, ‘তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। আমরা চাই, আল্লাহ তার চোখ ভালো করুক। আল্লাহ তার চোখ, শরীর ও ভাবনাটা সুস্থ করুক। কারণ, আমরা কোনো মানুষের অমঙ্গল কামনা করি না।’

গয়েশ্বর বলেন, ‘বর্তমান সরকার সবচেয়ে বেশি দুর্বল। আর সরকার কোনো ভালো অবস্থানে নেই। আরেকজন (প্রধানমন্ত্রী) চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন, এদিকে দেশের অবস্থা ভয়াবহ। কিন্তু তার চেয়ে মনে হয় প্রধানমন্ত্রীর অবস্থা ভয়াবহ। তা না হলে প্রধানমন্ত্রী হিসেবে খুব তাড়াতাড়ি চিকিৎসা বন্ধ করে তিনি আসতে পারতেন।’

বিএনপি নেতা বলেন, ‘দেশের মানুষ বন্যায় ভাসছে কিন্তু তিনি আসতে পারছেন না। তাহলে তিনি কঠিন অবস্থার মধ্যে আছেন। এর কারণে পুরোপুরি নিশ্চিত না হয়ে তিনি আসতে পারছেন না। শোনা যাচ্ছে, নানা রকম সমস্যা। আর চোখের আলোটা আমাদের প্রধানমন্ত্রীর বেশি জরুরি। এতে মানুষের চোখের দিকে তাকালে তাদের চোখের ভাষাটা কী, তা বুঝতে পারবেন।’

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘রাজনৈতিক নেত্রীর মুক্তি হয় রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমাদের নেত্রী জেলখানার যাওয়ার পরে আমরা কোনো আন্দোলন করতে পারিনি যে, সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হবে। আর আন্দোলনে কোনো আওয়াজও আমরা আদালতে দিতে পারিনি।’

গয়েশ্বর বলেন, ‘গণপিটুনির আড়ালে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সে বিষয়টি আনতে হবে। সরকারের মন্ত্রীরা বলছেন, এর সঙ্গে বিরোধী দলের হাত আছে। তার মানে কী? তার মানে, দেশকে চরম একটা অবস্থানের মধ্যে ফেলে দেওয়া এবং কোনো একটা সময়ে তারা নিজেরাই দেশ ছেড়ে কেটে পড়ে কি না সেটিও দেখবার বিষয়।’

এসময় ঢাকার দুই সিটি করপোরেশর দুর্নীতির আড্ডাখানা বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :