নদীতে নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ১৯:৩০

দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীর সাইতাড়া রাবার ড্যামে গোসল করতে নেমে ডুবে যাওয়া মাদ্রাসাছাত্র মনিরুজ্জামান ওরফে মনির (১১)-এর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসী ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস স্টেশন বলছে, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম সাইতাড়া ফোরকানিয়া মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্র মেঝেতে বিছানো মাদুর নদীতে ধৌত করতে যায়। মাদুর ধৌত করা শেষ হলে সেটি নদীর ধারেই শুকাতে দিয়ে সবাই গোসল করতে নদীতে নামলে মনিরুজ্জামান ডুবে যায়।

সংবাদ পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল দিনভর উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে উদ্ধার অভিযান সমাপ্ত করে। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাবার ড্যামের দেড়

কিলোমিটার ভাটিতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।

এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃত মনিরুজ্জামান উপজেলার সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামে ডাঙ্গাপাড়া বেলাল হোসেনের পুত্র।

ঢাকাটাইমস/০৩আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :