নড়াইলে ডেঙ্গু শনাক্তে কিটস পাঠালেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ২১:১৩

নড়াইল সদর হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে তিনজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন, অন্যরা ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়াইল এসেছেন। এদিকে, সরকারিভাবে ডেঙ্গু রোগী শনাক্ত করতে কিটস না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ঢাকা থেকে ৬০০ কিটস পাঠিয়েছেন। এগুলো

শনিবার ও শুক্রবার যথাক্রমে লোহাগড়া এবং সদর হাসপাতালে হস্তান্তর করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আসাদ-উজ-জামান মুন্সী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার, আরএমও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সদর হাসপাতালসহ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য মাশরাফিার দেয়া কিটসগুলো কাজে লাগানো হচ্ছে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :