ভৈরবের হাসপাতালে ১৬ ডেঙ্গু রোগী

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৯, ২১:৫০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু রোগী প্রতিদিন বাড়ছে। গত ১২ দিনে আক্রান্ত হয়েছে ১১৭ জন রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও চিকিৎসার জন্য ভর্তি আছেন ১৬ জন। এরা ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভৈরবের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তবে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএস-১ স্টিপ সংকট রয়েছে বলে চিকিৎসকরা জানান।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, ডেঙ্গু রোগী নিয়ে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। স্টিপ আরও বেশি করে প্রয়োজন। নতুন রোগী এলে স্টিপ ছাড়া ডেঙ্গু নির্ণয় সম্ভব নয়।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)