ভিজিএফ কার্ড নিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, আহত ১০

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ২২:০৪

ময়মনসিংহের ফুলপুরে ভিজিএফ কার্ড সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে হাফিজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে শনিবার ফুলপুর পৌরসভার অসহায় দরিদ্রের মাঝে ১৫ কেজি চালের ৪ হাজার ৬২১টি ঈদ ভিজিএফ কার্ড বিতরণের কথা ছিল। দুপুর ১২টার দিকে কার্ড নিতে আসা মানুষের লাইনে ধাক্কাধাক্কি শুরু হয়। যা সংঘর্ষে রূপ নিয়ে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে ১১ জন আহত হন।

আহতদের মাঝে পৌরসভার আমুয়াকান্দা গ্রামের হাফিজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া বাকি ১০ জন ফুলপুর ও ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পৌরসভার দিউ গ্রামের ফিরুজা খাতুনের ডান হাত ভেঙে ও আমুয়াকান্দা গ্রামের খোকন মিয়ার (৩২) মাথা ফেটে গুরুতর আহত হন।

এ ছাড়া কাজিয়াকান্দা গ্রামের রাবিয়া খাতুনের নাক ছিঁড়ে স্বর্ণের ফুল ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কার্ড নিতে আসা গোদারিয়া গ্রামের আরজ আলী (৫৫) ও সাহাপুর গ্রামের আবদুল কাদির জানান, লাইনে ধাক্কাধাক্কি শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এ সময় ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে অনেকেই আহত হয়েছেন।

ফুলপুর পৌর মেয়র মো. আমিনুল হক বলেন, ‘ঘরের ভেতরে থেকে আমি কার্ড বিতরণ করছিলাম। বাইরে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে।’

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, কার্ড বিতরণ ব্যবস্থাপনায় ভুল থাকায় পদদলিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি যাচাই-বাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :