আড়াইহাজারে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবকের দণ্ড

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ২২:৪০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে মাহবুব নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে এ কারাদণ্ড দেন নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন।

এর আগে সকালে উপজেলা সদরে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় শিক্ষার্থীরা ধাওয়া করে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ভ্রাম্যমাণ আদালত হাজির করে।

মাহবুব উপজেলার চৈতনকান্দা এলাকার কফিল উদ্দিনের ছেলে।

ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ জানান, প্রায় তিন মাস ধরেই স্কুলের ছাত্রীদের সে উত্ত্যক্ত করে আসছিল।

নির্বাহী হাকিম উজ্জ্বল হোসেন জানান, ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে মাহবুব নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :