৯৬ রান তুলতেই নাজেহাল ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৯, ০৮:২৫

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে বিরাট কোহলি বলেছিলেন, ‘দলের নতুন মুখদের সামনে এখন সুযোগ আছে নিজেদের প্রতিষ্ঠিত করার।’ নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে দল গড়ার রাস্তায় হাঁটতে চাইছেন কোহলি। যে রাস্তায় প্রথম এসেছে এই ওয়েস্ট ইন্ডিজ সফর। যে সফরের প্রথম ম্যাচেই অধিনায়কের ডাকে সাড়া দিলেন নবদীপ সাইনির মতো তরুণ ক্রিকেটার। আবার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলেন রিশাব পান্তের মতো প্রতিভা।

শনিবার ফ্লোরিডায় অভিষেক ম্যাচেই নজর কাড়লেন সাইনি। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার ওভারে ১৭ রান দিয়ে তুলে নিলেন তিন উইকেট। যার মধ্যে নিকোলাস পুরান এবং শিমরন হেটমায়ারকে পরপর দু’বলে ফিরিয়ে দেন এই পেসার। এর পরে ইনিংসের শেষ ওভার বল করতে এসে কাইরন পোলার্ডের উইকেটও তুলে নেন সাইনি। ম্যাচের সেরা ক্রিকেটারও তিনি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই পেসার দারুণভাবে সুযোগ কাজে লাগান। তবে, শোচনীয়ভাবে ব্যর্থ রিশাব। তাঁকে এই ম্যাচে চার নম্বরে নামানো হয়েছিল। কিন্তু প্রথম বলেই সুনিল নারিনকে মিডউইকেটের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন রিশাব।

প্রত্যাবর্তনের ম্যাচে রান পেলেন না মনিশ পাণ্ডেও। মাত্র ৯৬ রানের লক্ষ্য থাকলেও ছয় উইকেট হারায় ভারত। এই রান তুলতে গিয়ে একটা সময় চাপেও পড়ে যায় কোহলির দল। এদিন সুযোগ পাওয়া নতুন মুখদের মধ্যে সফল অবশ্যই বোলাররা। সাইনি তো আছেনই, চোট সারিয়ে ফেরা ওয়াশিংটন সুন্দরও খারাপ বল করেননি। এই অফস্পিনার তো বোলিং ওপেন করতে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন। আবার ছয় মেরে ম্যাচও জেতান ভারতকে। ম্যাচের পরে কোহলি বলেন, ‘উইকেট বেশ মন্থর ছিল। বোলাররাই শাসন করেছে।’

গত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে। পরে ভারত ১৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ।

(ঢাকাটাইমস/৪ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :