ভয়াবহ ভাঙনের কবলে চাঁদপুর শহররক্ষা বাঁধ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৯, ১০:১৪
ভাঙনে ক্ষতিগ্রস্ত একটি পরিবার

ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে চাঁদপুর শহররক্ষা বাঁধ। পুরানবাজার হরিসভায় আবারো মেঘনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩০০ মিটার এলাকার ১৫টি বসতঘর রাতের আঁধারে নদগর্ভে বিলীন হয়ে গেছে। চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ ভাঙনস্থল পরিদর্শন করেছে।

শনিবার রাত পৌনে নয়টার দিকে হরিসভা মন্দির কমপ্লেক্স গেইটের সামনে হঠাৎ শহররক্ষার সিসি ব্লকবাঁধ ধসে পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে ওই এলাকার মরণ সাহার ও সম্ভু সাহার বাড়ির ১৫টি বসতঘর নদীতে বিলীন হয়ে যায়। হরিসভা রাস্তাসহ আশপাশের প্রায় এক হাজার মিটার এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। অনেকে তাদের স্থাপনা অন্যত্র সরিয়ে নিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী সচিব প্রকৌশলী আশরাফুজ্জামান খান বলেন, যেকোনো ভাঙন ঠেকাতে আমাদের চার হাজার ৮০০ জিও টেক্সটাইল ব্যাগ প্রস্তুত রয়েছে। ভাঙন এলাকায় পানির গভীরতা রয়েছে ১৫ থেকে ১৮ মিটার। রবিবার সকাল থেকে ভাঙন এলাকায় প্রাথমিকভাবে ২২০০ জিও ব্যাগ ফেলা হবে।

এদিকে ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির, পাউবো চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি প্রমুখ। নদীভাঙনের বিষয়টি স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী দীপু মনিকে জানানো হয়েছে।

ভাঙন স্থানের পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরানবাজার ফাঁড়ির ইন্সপেক্টর শহীদ হোসেনসহ ফাঁড়ির পুলিশ টহলে রয়েছেন। এ ছাড়া মানুষের জানমাল রক্ষায় চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যদের ঘটনাস্থলে প্রস্তুত থাকতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :