আগস্টেই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং দল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৯, ১০:১৯

তিনটি ওয়ানডে ও দুইটি চার-দিনের ম্যাচ খেলতে চলতি আগস্টের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৬ আগস্ট ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ইর্মাজিং দল। পরের দু’দিন শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামস্থ ন্যাশনাল ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করবে তারা। ১৯ আগস্ট সাভারের বিকেএসপিতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একই মাঠে ২১ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

২৪ আগস্ট সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দু’টি চারদিনের ম্যাচে অংশ নেবে দুই দেশের ইমার্জিং দল দু’টি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৭ আগস্ট শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ।

এরপর চট্টগ্রামের কক্সবাজার যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইর্মাজিং দল। কারণ সেখানে হবে সফরের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ। সফর শেষে ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা দল।

(ঢাকাটাইমস/৪ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :