ঘুম থেকে উঠলেই মনে পড়ত হারের কথা: কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৯, ১১:১০

হতাশা, যন্ত্রণা শব্দগুলো ঠিক তাঁর শরীরী ভাষার সঙ্গে মানায় না। হারলেও ‘‌স্টেডি ‌লুক’‌ আঁকড়ে থাকেন। এহেন বিরাট কোহলির মুখে হারের যন্ত্রণার কথা!‌ জানালেন, বিশ্বকাপ সেমিফাইনালে হারের যন্ত্রণা গিলতে পারা কঠিন ছিল। ঘুম থেকে উঠলেই ঘিরে ধরত বিষাদ।

কোহলি বলেছেন, ‘‌বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর প্রথম ক’‌দিন খুব খারাপ কেটেছে। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই খারাপ লাগা ঘিরে ধরত। তবে দিন যত এগোত, তত নিজের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তাম। আমরা পেশাদার ক্রিকেটার। তাই আমাদের সব ভুলে সামনের দিকে তাকাতেই হয়। সব দল এভাবে এগোয়। আমরাও সেভাবে এগোচ্ছি।’ ‌

সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই নতুন মুখের সংখ্যা বাড়ানোর দিকে মন দিয়েছে টিম ইন্ডিয়া। ধোনির অনুপস্থিতিতে যেমন রিশাব পান্তের সামনে বড় সুযোগ। এই বিষয়ে কোহলির মত, ‘রিশাবের সামনে সত্যিই বড় সুযোগ। আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করার। ওর যোগ্যতা কী আমরা জানি। তাই আমরা সবাই চাই ও ধারাবাহিক পারফর্মার হিসেবে ভারতীয় ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করুক। এমএসের অভিজ্ঞতা ভারতীয় দলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তা সত্ত্বেও বলব দলের কিছু তরুণ প্লেয়ারের সামনে এই মুহূর্তে বিরাট সুযোগ রয়েছে। জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করার। তাই ওদের সবার সামনের দিকে তাকানো উচিত।’‌

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকেই শুরু করে দিচ্ছেন, সে কথা জানাতে ভোলেননি কোহলি। বলেছেন, ‘‌হ্যাঁ এখান থেকেই প্রস্তুতি শুরু করছি আমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা ২৫–২৬টা ম্যাচ পাব। সেরা একাদশ খুঁজতে হবে।’‌

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

(ঢাকাটাইমস/৪ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :