কুমিল্লায় সাত ফলের দোকান পুড়ে ছাই

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১৩:৪১

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লা নগরীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সাতটি ফলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।

রবিবার ভোরে নগরীর টমছম ব্রিজ বাখরাবাদ সড়কের দক্ষিণ পাশের ফল দোকানগুলোতে এই আগুনের ঘটনা ঘটে।

সাতটি দোকানের মধ্যে দুটির মালিক ইমান হোসেন কবির নামে এক ফল ব্যবসায়ী। তিনি জানান, রাত ১টায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। তার দুই দোকানে প্রায় পাঁচ লাখ টাকার ফল ছিল। ক্যাশে ছিল নগর ৩৫ হাজার টাকা। ভোরে মোবাইলফোনে খবর আসে দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখেন সব পুড়ে গেছে। আবার ব্যবসা নিয়ে বসার মতো কোনো সামর্থ্য তার নেই বলে জানান তিনি।

কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত একটি ফল দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। বিদ্যুৎ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয়েছে। আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে একাধিকবার বলার পর সংযোগ বন্ধ করেনি।