মাদক মামলায় লালনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৯, ১৮:৩২

কুষ্টিয়ার মাদক মামলায় লালন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রবিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

লালন দৌলতপুর উপজেলার আলিনগর গ্রামের খবির মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ নভেম্বর রাত ৮টায় ভেড়ামারা উপজেলায় গোল্ডেন ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে দৌলতপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় লালনের কাছ থেকে ৪৯বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামি লালনের বিরুদ্ধে এএসআই হামিদুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১১জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সকরারি আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, আসামি লালনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন আদালত।

ঢাকাটাইমস/৪আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :