স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৯, ২০:৪১

স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে যাওয়ায় রাগে ক্ষোভে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন মিথুন নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর উত্তরপাড়া গ্রামে গত শনিবার দুপুরে।

মিথুন ওই গ্রামের দিনমজুর আব্দুস সামাদের ছেলে। মিথুন নিজেও শ্রমিকের কাজ করতেন।

জানা গেছে, দীর্ঘদিন প্রণয়ের পর গত ৩ বছর আগে একই গ্রামের রিকশাচালক নিয়াজ উদ্দিন মণ্ডলের মেয়ে নাসরিন আক্তারকে বিয়ে করেন মিথুন। বিয়ের পর কয়েক মাস তাদের সম্পর্ক ভাল থাকলেও হঠাৎ তাদের মধ্যে বনিবনার ঘাটতি দেখা দেয়। এরপর মাঝেমধ্যে তাদের ঝগড়া-বিবাদের ঘটনা ঘটত। ফলে বিভিন্ন সময় বিচার-শালিশও হয়েছে। সম্প্রতি মিথুনের স্ত্রী নাসরিন তাদের বাড়িতে নির্মাণশ্রমিকের কাজ করতে আসা এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। পরে সুখের সন্ধানে নাসরিন এবং ওই যুবক অজানার উদ্দেশে পাড়ি জমায়। এরপর নাসরিন তালাকের নোটিশ মিথুনের ঠিকানায় পাঠিয়ে দেন। নাসরিন অন্যজনের সাথে পালিয়ে যাওয়ার পর থেকেই মিথুন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এক পর্যায়ে শনিবার দুপুরে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বাড়ির লোকজন বুঝতে পেরে তারা মিথুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে গত শনিবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহররম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমসকে জানান, তিন বছর আগে তারা প্রেম করে বিয়ে করেছিল। তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না জন্য বেশ কয়েকবার বিচার শালিসের মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টাও করা হয়েছে। এক মাস আগে মিথুনের স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে যায়। এর কয়েক দিনের মধ্যেই তালাকের নোটিশ মিথুনকে পাঠিয়েছে নাসরিন।

বগুড়ার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম ঢাকা টাইমসকে জানান, মিথুনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :