এফবিসিসিআইয়ের ‘ব্লাড ক্যাম্প’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৯, ২২:৩১

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ডেঙ্গু রোগীদের চিকিৎসার প্রয়োজনে জরুরি রক্তদান কর্মসূচি ‘ব্লাড ব্যাংক’ চালু করেছে।

রবিবার বিকালে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এফবিসিসিআই কার্যালয়ে এই ব্লাড ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন। এতে সহায়তা করে রেডক্রিসেন্ট টিম। এ সময় এফবিসিসিআইর বেশ কিছু সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন।

এর আগে দুপুরে, ‘দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধকল্পে করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে আয়োজন করে সংগঠনটি। তখন শেখ ফজলে ফাহিম তার বক্তব্যে উল্লেখ করেন যে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এফবিসিসিআই তার অন্যান্য কার্যক্রমের মতই ডেঙ্গুজ্বর বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদেরকে প্রয়োজনীয় রক্ত সরবরাহের লক্ষ্যে ব্লাড ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :