বঙ্গোপসাগরে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৯, ২২:৫৫
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের দ্বিতীয় বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১১ জেলে উদ্ধার হলেও রবিউল ও রাজা মিয়া নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারের জন্য রবিবার সকাল থেকে একাধিক মাছ ধরার ট্রলার সাগরে যাত্রা করেছে বলে জেলেরা জানান।

নিখোঁজ জেলে রবিউল গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের শাজাহান মিয়ার ছেলে ও রাজা মিয়া একই গ্রামের আরশেদ প্যাদার ছেলে।

মহিপুর মৎস্য বন্দর মালিক সমিতির সহসভাপতি অাব্বাস উদ্দিন হাওলাদার জানান, শনিবার শেষ বিকালে সাগরে মাছ শিকার শেষে মৎস্য বন্দরে ফেরার পথে সাগরের উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। প্রায় কয়েক ঘণ্টা সাগরে ভাসার পর অন্য মাছ ধরা ট্রলারের জেলেরা ১১ জেলেকে উদ্ধার করলেও দুই জেলের খোঁজ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :