পাকিস্তানের বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ চীনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৯, ১০:৫৮

পাকিস্তানে ক্রমশ বিনিয়োগ বাড়াচ্ছে চীন। করাচি বন্দরকে ঢেলে সাজানোর পর একের পর এক বিনিয়োগ করেই চলেছে দেশটি। এবার নতুন করে পাকিস্তানের বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে চীন।

জানা গেছে, পাকিস্তানের নন্দীপুর বিদ্যুৎ প্রকল্পের মান উন্নয়নে একটি চীনা কোম্পানির সঙ্গে দশ বছরের চুক্তি করেছে পাকিস্তান সরকার। চীনা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার খবর জানিয়ে ইতিমধ্যে বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তান।

ওই বিবৃতিতে বলা হয়, ৪২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির দীর্ঘমেয়াদী পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য চীনা হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে পাকিস্তানের নর্দার্ন পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মেয়াদ দশ বছর।

পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করতে উদ্যোগ নিচ্ছে চীন। ৫৭ বিলিয়ন ডলারের নতুন ট্রেড রুটের চুক্তির পর সম্পর্ক আরও গভীর হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, বেজিংয়ের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রজেক্টের একটি বড় অংশ হল পাকিস্তান। আর এই ট্রেড রুটে বিভিন্ন দেশে বাণিজ্যের বিস্তার করবে চীন।

ঢাকা টাইমস/০৫আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :