সুবিধাবঞ্চিত শিশুদের কমিউনিটি ডে-কেয়ার সুবিধা দিতে ফুলকির ওয়ার্কশপ

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৯, ১১:৪৬

রাজধানীর সিক্স সিজন্স হোটেলে অনুষ্ঠিত হলো ফুলকির আয়োজনে‘ফর ইউ, ফর মি অ্যান্ড ফর এ বেটার টুমরো: ওয়ার্কশপ ফর কমিউনিটি বেইজড্ ডে-কেয়ার সাসটেইনেবিলিটি’শীর্ষক কর্মশালা।

অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ফুলকি ১৯৯১ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে। এ কর্মশালার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা যাতে সমাজে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে জন্য কমিউনিটি ভিত্তিক ডে-কেয়ার সেন্টার গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একইসাথে আন্তর্জাতিক ব্র্যান্ড এবং তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানসমূহের এ ব্যাপারে কী ধরনের দায়িত্ব পালন করা উচিত সে ব্যাপারেও আলোকপাত করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াসেকা আয়েশা খান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইএফই-এর জয়েন্ট ইন্সপেক্টর জেনারেল ড. মো. মুস্তাফিজুর রহমান, বিজিএমইএ-এর পরিচালক ও নিউ এইজ-এর ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকা-এর সাসটেইনেবিলিটি কমপ্ল্যায়েন্স অডিটর সৈয়দ মুহাম্মদ নাইম এবং ফুলকির চেয়ারম্যান রাশিদুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :