কাশ্মীর ইস্যু: ৩৭০ ধারায় যা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৯, ১৪:৫৫

কাশ্মীর নিয়ে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারতের বিজেপি শাসিত সরকার। এর মাধ্যমে গত ৬৭ বছর ধরে পাওয়া বিশেষ মর্যাদা হারিয়েছে কাশ্মীর। এছাড়া কাশ্মীরকে কাশ্মীর ও লাদাখ দুটি অঞ্চলে বিভক্ত করে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হচ্ছে। এতে করে দেশটির রাজ্যের মর্যাদাও হারাতে হচ্ছে কাশ্মীরকে।

এমন অবস্থায় সামনে আসছে ৩৭০ ধারার বিষয়টি। এর ধারাতে আসলে কী রয়েছে তা জানার জন্য আগ্রহী সকলে। চলুন দেখে নিই ৩৭০ ধারায় কী রয়েছে-

এই ধারায় প্রতিরক্ষা, বিদেশনীতি, যোগাযোগ-সহ কিছু বিষয় ছাড়া যে কোনও আইন জম্মু-কাশ্মীরে লাগু করতে সংসদকে জম্মু-কাশ্মীর সরকারের সম্মতি নিতে হবে৷ নাগরিকত্ব, সম্পতির মালিকানা ও নাগরিক অধিকার সম্বন্ধীয় বিষয়ে রাজ্যের বাসিন্দারা পৃথক আইনের আওতায় থাকবেন৷ ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারা সেই আইনের আওতায় থাকবেন না৷

৩৭০ ধারায় জম্মু-কাশ্মীরকে ভারতীয় সংবিধান পুরোপুরি মানতে হয় না৷ জম্মু-কাশ্মীরের নিজস্ব পৃথক সংবিধান রয়েছে৷ আইনের এই ধারায়, কাশ্মীরের মানুষই কাশ্মীরে জমি কিনতে পারবেন৷ ভারতের অন্য রাজ্যের মানুষ জম্মু-কাশ্মীরে কোনও সম্পত্তি কিনতে পারবেন না৷ কেন্দ্রীয় সরকার কোনও রকম আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না৷ একমাত্র যুদ্ধ হলে ও শত্রুরাষ্ট্র আগ্রাসী পদক্ষেপ করলেই কেন্দ্র জরুরি অবস্থা জারি করতে পারে৷

এই ধরনের আইনি রক্ষাকবচ ভারতের অন্যান্য আদিবাসী অঞ্চলেও বিদ্যমান৷ তার মধ্যে রয়েছে, হিমাচলপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও নাগাল্যান্ডে৷ শুধু মাত্র জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্ক রয়েছে৷

ভারতের সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়ের কথায়, ‘৩৭০ ধারায় রয়েছে, রাষ্ট্রপতি ইচ্ছে করলে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করতে পারেন৷ সেক্ষেত্রে সংবিধান সভার অনুমোদন নিতে হবে৷ কিন্তু আপাতত জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চলছে৷’

ঢাকা টাই্মস/০৫আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

এই বিভাগের সব খবর

শিরোনাম :