লক্ষ্মীপুরে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৯, ১৫:০০

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকায় মিনহাজ নামে দেড় বছরের এক শিশুকে কে বা কারা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এরপর মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ লাখ টাকা মুক্তিপণও নাকি দাবি করা হয়েছে।

অপহৃত শিশুটি স্থানীয় রাজমেস্ত্রী মামুন হোসেন ছেলে। সোমবার ভোরে টিনসেড ঘরের দরজা খুলে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরিবার জানায়, প্রতিদিনের মতো শিশু মিনহাজকে নিয়ে মামুন ও তার স্ত্রী কোহিনুর দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম ভাঙলে তারা দেখেন তাদের সন্তান পাশে নেই। দো-চালা টিনসেড ঘরের দরজাটিও খোলা দেখতে পান। অনেক খুঁজেও সন্তানের সন্ধান পাননি তারা। এসময় কোহিনুরের ব্যবহৃত মোবাইল ফোনটিও পাওয়া যায়নি। ভোর পাঁচটার দিকে ওই মুঠোফোনে শিশুটির বাবা প্রতিবেশী একজনের মোবাইল থেকে কল করেন। এসময় শিশুটিকে ছেড়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

খবর পেয়ে সোমবার সকালে ওই বাড়িতে যান লক্ষ্মীপুরের পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন, সদর থানার ওসি আজিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু। শিশুটিকে উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে বলে তারা জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে। তবে কি কারনে তাকে শিশুটিকে নিয়ে গেছে, সেটা উদঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান জানান, ‘দরজা খুলে ভেতরে প্রবেশের বিষয়টি দেখে মনে হচ্ছে তাদের জানা শোনা লোকজনই এ ঘটনায় জড়িত রয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টাসহ ঘটনার তদন্ত চলছে।’

ঢাকাটাইমস/০৫ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :