চিলমারীতে ২০ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৯, ১৮:৩৭

উজানের ঢলের সৃষ্ট বন্যায় কুড়িগ্রামের চিলমারী রমনা রেলপথ ধসে যাওয়ায় যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল ২০ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে।

রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ বিষয়টি নিশ্চিত করে জানান, গত-১৮ জুলাই চিলমারী রমনা রেলপথের ছোট কুষ্টারী এলাকায় পানির তোড়ে প্রায় ৩০০ মিটার ধসে গিয়ে গভীর কোরে পরিণত হয়েছে। এতে করে গত ২০ দিন ধরে চিলমারী থেকে রমনা-পার্বতীপুর রেলপথে রমনা স্টেশন ও বালাবাড়ীহাট স্টেশন থেকে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ।

এ বিষয়ে বিভাগীয় রেল পরিবহন কর্মকর্তা কামাল মহসি জানান, তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ওখানে মাটি সরে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। ঈদের পর ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে ট্রেন চলাচল উপযোগী করা হবে।

ঢাকাটাইমস/৫আগস্ট/মোআ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :