কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৯, ২০:৪৫

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ায় মাদক মামলায় শহিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মৃত আবু বকরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ মার্চ সকাল সাড়ে সাতটায় আসামি শহিদুলের বাড়িতে বসত ঘরে তল্লাশি করে শোয়ার ঘরের একটি আলমারি থেকে সাদা পলিথিন মোড়ানো প্যাকেটে ৫০গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামি শহিদুলের বিরুদ্ধে এএসআই মো.

আতোয়ার হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১৩ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।   

কুষ্টিয়া জজ কোর্টের সকরারি আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, আসামি শহিদুলের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জ গঠন করে রাষ্ট্রপক্ষে দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন বিচারক। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকাটাইমস/০৫আগস্ট/ইএস