কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ঢাবিতে মিছিল

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৯, ১০:২০

কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে বামপন্থী বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিলটি শুরু হয়।

ভারতের বিরোধপূর্ণ অঞ্চল জম্মু-কাশ্মীর এতদিন কিছু সাংবিধানিক অধিকার ভোগ করত। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যেটার মাধ্যমে কাশ্মীর এতদিন বিশেষ অধিকার ভোগ করেছিল, আজ তা বিলোপ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই অনুচ্ছেদটি বিলোপ করার মাধ্যমে এখন থেকে জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রিত হবে সরাসরি দিল্লি থেকে। এর প্রতিবাদে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা মিছিল করে।

মিছিলে শিক্ষার্থীরা ‘কাশ্মীরের বীর জনতা, লও লও লও সালাম, ‘কাশ্মীরের বীর জনতা আমরা আছি তোমাদের সাথে’, ‘কাশ্মীর চায় আজাদি, আজাদি’সহ কাশ্মীরের স্বাধীনতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, কাশ্মীর সমস্যা দীর্ঘদিনের সমস্যা। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই। কাশ্মীর নিয়ে আর কোনো তালবাহানা সহ্য করা হবে না।

রায়হান নামে আরেক শিক্ষার্থী বলেন, কাশ্মীরে আমাদের ভাইবোনেরা অনেকদিন ধরেই নির্যাতনের শিকার হচ্ছে। আগে যে অধিকারটুকু ছিল এখন সে অধিকারটাও কেড়ে নেওয়া হলো।

মিছিলে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ঢাবি শাখা ছাত্র ফেডারেশন ঢাবি শাখার ইশতিয়াক আহমেদ, বিপ্লবী ছাত্র মৈত্রির সভাপতি ইকবাল হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৬আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :