দিনাজপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ১৭:২৪

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় রবিউল ইসলাম নামে এক যুবক মারা গেছে। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার নুরুল ইসলামের ছেলে। ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই থেকে চিকিৎসাধীন ছিলেন।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির জানান, এ পর্যন্ত ওই হাসপাতালে ১১৩ জন রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৬৭ জন। আশঙ্কাজনক রবিউল ইসলামকে আবার ঢাকায় স্থানান্তর করা হয়েছিল। কিন্তু তার আগেই মারা গেছে সে।  চিকিৎসাধীন ৪৬ রোগীর মধ্যে  ৩৮ জন পুরুষ ৮ জন নারী এবং একজন শিশু রয়েছে। রোগীর সংখ্যা কমার সাথে সাথে বাড়ছে নতুন রোগীর সংখ্যাও।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)