কোরবানির পশুর চামড়া গতবারের দরেই

গত বছর ঢাকা ও ঢাকার বাইরে প্রতি বর্গফুট কোরবানির পশুর চামড়ার দাম যা ছিল এবারো একই মূল্য নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কোরবানির পশুর নির্ধারিত দাম ঘোষণা করেন।
চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। তবে ঘোষণায় দেখা গেছে গরু, খাসি ও বকরির চামড়ার মূল্য গত বছরের মতোই রাখা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, এবার গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট হবে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা। খাসির চামড়ার দাম হবে সারাদেশে ১৮ থেকে ২০ টাকা। ছাগলের চামড়ার দাম সারাদেশে ১৩ থেকে ১৫ টাকা।
২০১৮ সালেও একই হারে চামড়ার দাম নির্ধারণ করেছিল সরকার।
চামড়ার দাম কমার সম্ভাবনা নেই জানিয়ে টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় কোনো বাজারেই চামড়ার দাম কমেনি। কাজেই দাম কমার কোনো প্রশ্নই আসে না।’
বৈঠকে চামড়া ব্যবসায়ীরা দেশীয় বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না বলে অভিযোগ করেন। এর জবাবে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম তাদের উদ্দেশে বলেন, ‘দেশীয় বাজারে ভালো দাম না পেলে চামড়া রপ্তানির বিষয়টি আমরা চিন্তা করবো।’
(ঢাকাটাইমস/০৬আগস্ট/বিইউ/জেবি)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

চট্টগ্রামে টাটা গাড়ির সুপার গ্রান্ড মেলা

সিটি ব্যাংক ও ইন্ডেসোর সোয়েটার লিমিটেডের মধ্যে চুক্তি

চীনে বাংলাদেশের উন্নয়নের গল্প শোনাবেন এফবিসিসিআই সভাপতি

কারসাজি রোধ হলে জিডিপি প্রবৃদ্ধি ২ শতাংশ বাড়বে

চট্টগ্রামে আইসিএবির অনুষ্ঠানে ড. সেলিম

ব্যাংক খাত কেন প্রশ্নবিদ্ধ হবে: পরিকল্পনামন্ত্রী

পদ্মা ব্যাংকের বিমা দাবির চেক হস্তান্তর

বিপুল জনগোষ্ঠী আমাদের সম্পদ: অর্থমন্ত্রী

জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল ও গার্ডিয়ান লাইফের মধ্যে চুক্তি
