চাঁদপুরে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ১৮:২৩

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার এক শিশুর মৃত্যু হয়েছে। মদিনা আক্তার নামে ওই শিশু গতকাল মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকার ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
তিনি আরো জানান, শিশু মদিনা আক্তার ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে গত শনিবার গ্রামের বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

শিশু মদিনা আক্তারের মা ময়না আক্তার জানান, মদিনা কোথাও বেড়াতে যায়নি। গ্রামের বাড়িতেই সে জ্বরে আক্রান্ত হয়। দুই ভাই-বোনের মধ্যে মদিনা বড়। তার বাবা মিজানুর রহমান মধ্যপ্রাচ্যে থাকেন।

এর আগে গত রবিবার রাতে জেলার মতলব দক্ষিণের নাগদা গ্রামের লাভলী আক্তার নামে এক নারী ডেঙ্গু রোগী ঢাকায় মারা যান।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএ)