লক্ষ্মীপুরে অপহৃত পাঁচ রাখাল ভোলায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৯, ১৮:২৪

লক্ষ্মীপুরের রামগতির চরআবদুল্লাহ এলাকার মহিষ খামার থেকে অপহৃত পাঁচ রাখালকে নয় ঘণ্টা পর ভোলায় উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর একটার দিকে দৌলতখান থানার পুলিশ উপজেলার কাজীরহাট এলাকা থেকে তাদের উদ্ধার করে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আজ ভোরে ওই পাঁচ রাখালকে অপহরণের পর মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা।

অপহৃতরা হলেন চরআলেকজান্ডার এলাকার মোহাম্মদ আলীর ছেলে রুবেল হোসেন, মোজাম্মেল হকের ছেলে রিপন হোসেন, আজাদ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, ছাদেক উল্লাহর ছেলে ইউসুফ হোসেন ও চরকাদিরা এলাকার নবী হোসেন।

রুবেল ও রিপনের পরিবার জানায়, রামগতি উপজেলা থেকে আলাদা একটি দ্বীপ অঞ্চল। এ চরে কয়েক হাজার মহিষ লালন-পালন করা হয়। প্রতিটি মহিষ খামারে কয়েকজন করে রাখাল নিয়োজিত রয়েছে। প্রতিদিনের মতো রাখালরা ঘরে ঘুমিয়ে ছিল। মঙ্গলবার ভোরে কে বা কারা অস্ত্রের মুখে পাঁচ রাখালকে তুলে নিয়ে যায়। এরপর মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ বিষয়ে রামগতি থানায় জানায় অপহৃতদের পরিবার। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক জানান, পাঁচ রাখালকে উদ্ধারে শুরু থেকেই তৎপর ছিল পুলিশ।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এএইচ/ মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :