ডেঙ্গু ঠেকাতে শেরপুরে দূরপাল্লার বাসে অ্যারোসল বিতরণ

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ১৮:৪০ | আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১৮:৪১

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজধানী ঢাকা থেকে যাতে এডিস মশা বিস্তার লাভ না করতে পারে সেজন্য শেরপুরের দূরপাল্লার যাত্রীবাহী বাসে বিনামূল্যে অ্যারোসল বিতরণ করেছে জেলা বাস-কোচ মালিক সমিতি।

মঙ্গলবার দুপুরে জেলা বাস-কোচ মালিক সমিতির কার্যালয় প্রাঙ্গণে এসব অ্যারোসল বিতরণ করেন সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। এ সময় ১১০টি বাসের চালকদের হাতে ওই অ্যারোসল তুলে দেওয়া হয়। এছাড়া ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত প্রতিটি স্প্রে শেষ হওয়ার পর খালি বোতল জমা দিলে নতুন স্প্রে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অ্যারোসল বিতরণকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হামিদুল ইসলাম, শ্রমিক  নেতা আলাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া একইদিন বিকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন ৫৮১টি মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফ্যান তুলে দেওয়া হয়।

ঢাকাটাইমস/০৬আগস্ট/ইএস