ডেঙ্গুতে রংপুরে মেডিকেলে শিশুর মৃত্যু

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৯, ১৯:৪২

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিয়ানা আখতার (৩) নামে এক শিশু মারা গেছে।

মঙ্গলবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

রিয়ানা ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে তিন দিন আগে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাইদুজ্জামান।

তিনি সংবাদিকদের জানান, রিয়ানা আগে থেকেই নিউমোনিয়ায় ভুগছিল। ৩ আগস্ট সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে রিয়ানাই প্রথম মারা গেল। রিয়ানা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নাকাইহাট গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৬৩ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ জন।

ঢাকাটাইমস/০৬আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :