শেরপুরে শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং কর্মশালা

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ২১:১৯

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

উন্নত বিশ্বের সর্বাধুনিক শিক্ষাসহায়ক প্রযুক্তি মাইক্রোবিট এবং কনো কম্পিউটারের সাথে পরিচয় হলো শেরপুরের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। কর্মশালায় জেলা শহরের বিভিন্ন স্কুলের ১০ থেকে ১৫ বছর বয়সী ১৫০ জন শিক্ষার্থী পৃথক তিনটি গ্রুপে অংশ নেয়।

মঙ্গলবার দুপুরে সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং ব্রিটিশ কাউন্সিল অয়োজিত এক কর্মশালার মাধ্যমে এ পরিচয় পর্ব সম্পন্ন হয়। শেরপুর শহরের বঙ্গবন্ধু স্কয়ার মোড়ে শেরপুর সরকারি গণগ্রন্থাগারে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কোডিং বা কম্পিউটার প্রোগ্রামিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রশিক্ষক ছিলেন ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রোগ্রাম ম্যানেজার তামিম মোস্তফা।

এসময় ব্রিটিশ কাউন্সিলের টেকনিক্যাল লিড টিমোথি গ্রিন এবং আইসিটি কো-অর্ডিনেটর মিশাল ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম, তথ্যভিত্তিক অনলাইন আওয়ার শেরপুরের সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 (ঢাকাটাইমস/০৬আগস্ট/এলএ)