ঢাবির হল নেতাকে প্রকাশ্যে চড় ছাত্রলীগ সভাপতির!

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ২১:৩০ | আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ২১:৩৮

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের প্রতীকী ফাঁসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি অনুষ্ঠানে হুড়োহুড়ির মধ্যে সালাম দিতে আসায় হলের এক নেতাকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ ওঠেছে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বিরুদ্ধে। এ ঘটনায় উপস্থিত দলের নেতাকর্মীরা হতবাক হলেও ভুক্তভোগী নেতা বিষয়টিকে ‘সিরিয়াস’ভাবে দেখছেন না। তিনি দাবি করেছেন, শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নেতা এটা করেছেন। 

মঙ্গলবার বিকালে শোকের মাস আগস্ট উপলক্ষে ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের প্রতীকী ফাঁসি, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী’র আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সহযোগিতায় ছিল বাংলাদেশ ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ সভাপতি উপস্থিত হলে সমর্থকেরা তাকে সালাম দিতে ঘিরে ধরেন। এসময় অনেককে ডিঙিয়ে সভাপতিকে আগে সালাম দিতে এগিয়ে আসেন হল-নেতা দিদার আব্বাস। তখন বিরক্ত হয়ে ছাত্রলীগ সভাপতি তাকে চড় মারেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, পাশ থেকে আরেকজন বলছেন, 'আরেকটা থাপ্পড় দেন ভাই’।

নাম প্রকাশ না করার শর্তে এক নেতা ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা ভাইকে শ্রদ্ধা করি। দেখলেই সালাম দিতে যাই। সবাই একসাথে গেলে একটু জটলা তৈরি হয়। আর এটা প্রতিদিনই হয়ে থাকে। কিন্তু এজন্য তো ভাই থাপ্পড় দিতে পারেন না।’

এই নেতা আরও বলেন, ‘আব্বাস হল কমিটির পদধারী নেতা। তাকে সবার সামনে এভাবে থাপ্পড় দেয়া উচিত হয়নি। অনেকে কিছু না বললেও ভেতরে ভেতরে সবাই ক্ষুব্ধ।’

দিদার মুহাম্মদ আব্বাস বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগ সভাপতি শোভনের অনুসারী।

বিষয়টি নিয়ে দিদার আব্বাস ঢাকাটাইমসকে বলেন, ‘আপনারা বিষয়টি যেভাবে নিচ্ছেন আসলে সেরকম কিছু হয়নি। টিএসসিতে ঢোকার জায়গা ছোট হওয়ার কারণে একটু জটলা হয়েছিল। এটা দেখে শোভন ভাই গাড়ি থেকে নেমে জটলা কমাতে এটা করেছেন।’

এ বিষয়ে কথা বলতে শোভনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এমআই/জেবি)